আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হেরে গেল ছোট্ট কৃষ ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    পাঁচ বছরের শিশু কৃষ দাস ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পরাজিত হল। বৃহস্পতিবার ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।কৃষের বাবা বিশ্বজিৎ দাস শতভাগ মুক ও বধির, পেশায় একজন জেলে, মা বাসন্তী সাহা ৭৫ শতাংশ প্রতিবন্ধী। চিকিৎসকরা যখন জানালেন কৃষ ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তখন ভেঙে পড়ে পরিবারটি। কয়েকদিন আগে তাকে ভর্তি করা হয় ক্যান্সার হাসপাতালে। এসময় মন্ত্রী বিকাশ দেববর্মা সেখানে গিয়ে শিশুটির সঙ্গে কথা বলেছিলেন। কৃষের মৃত্যু সংবাদ পেয়ে তিনি বৃহস্পতিবার চাকমাঘাটে কৃষের বাড়িতে যান। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা শিশুটির চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছিলেন। চিকিৎসাও শুরু হয়েছিল। কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে মৃত্যু তাকে কেড়ে নিল। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।



    Akb tv news 

    21.08.2025

    3/related/default